ক্রীড়া ডেস্ক: ৯৯ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে অনুষ্ঠিত তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে ১৮৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে ঘরের মাঠে টানা অষ্টম ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড গড়লো তারা।২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে আসিথা ফার্নান্দোর ফুল লেংথ ডেলিভারিতে তানজিদ হাসান বোল্ড হন (১৭)। পরের ওভারে চামিরার দুর্দান্ত এক ডেলিভারিতে নাজমুল হোসেন শান্ত বোল্ড হন গোল্ডেন ডাকেই।দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর পারভেজ ইমন ও তাওহীদ হৃদয় মিলে কিছুটা প্রতিরোধ গড়লেও, দ্রুত রান তুলতে গিয়ে ভুল করেন ইমন (২৮)। পাওয়ার প্লের পরপরই ওয়াল্লালাগের বলে সীমানায় ধরা পড়েন তিনি।
এদিকে, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ শুরুটা ভালো করলেও, ২৫ বলে ২৮ রান করে তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন। শামীম হোসেন দ্রুত ফিরে গেলে আর প্রতিরোধ গড়তে পারেননি কেউই।
তাওহীদ হৃদয় হাফ সেঞ্চুরি (৫১) করে চামিরার ইনসুইংয়ে বোল্ড হয়ে ফিরেন। শেষদিকে জাকের আলী অনিক ২৭ রান করে হারের ব্যবধান কিছুটা কমান। ১৮৬ রানে (৩৯.৪ ওভারে) গুটিয়ে যায় বাংলাদেশ।শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো (৩/৩৩) ও ধুশমন্ত চামিরা (৩/৫১) দুর্দান্ত বোলিং করেন।
এর আগে, টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। তানজিম হাসান সাকিবের দুর্দান্ত ডেলিভারিতে এজ হয়ে প্রথম স্লিপে ধরা পড়েন ওপেনার মাদুশকা (১)। তবে পাওয়ার প্লের বাকিটা সময় সামলান নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। দ্বিতীয় উইকেটে আসে ৫৬ রানের জুটি।
নিশাঙ্কা (৩৫) ফেরেন তানভীর ইসলামের বলে, আর কামিন্দু মেন্ডিস (১৬) এলবিডব্লিউ হন মেহেদী হাসান মিরাজের শর্ট বলে। সেখান থেকে দলকে চাপমুক্ত করেন অধিনায়ক কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। তারা গড়েন ১২৪ রানের দুর্দান্ত জুটি।কুশল মেন্ডিস ৯৫ বলে করেন ঝকঝকে ১২৪ রান, আর আসালাঙ্কা করেন ৬৮ বলে ৫৮। শেষদিকে হাসারাঙ্গা ও চামিরার কার্যকর ব্যাটিংয়ে৭ উইকেটে ২৮৫ রান তোলে শ্রীলঙ্কা।বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন মিরাজ ও তাসকিন।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ২৮৫/৭ (৫০ ওভার), মেন্ডিস ১২৪, আসালাঙ্কা ৫৮, নিশাঙ্কা ৩৫, মিরাজ ২/৪৮, তাসকিন ২/৫১
বাংলাদেশ: ১৮৬/১০ (৩৯.৪ ওভার), হৃদয় ৫১, ইমন ২৮, মিরাজ ২৮, আসিথা ৩/৩৩, চামিরা ৩/৫১
