নিজস্ব প্রতিবেদক: নগরের ডবলমুরিং থানা এলাকায় পুলিশের হাত থেকে হাতকড়াসহ এক আসামি পলায়নের ঘটনা ঘটেছে। ওই আসামিকে ধরতে অভিযানে নেমেছে পুলিশের একাধিক টিম। যদিও পুলিশ ঘটনার বিষয়টি সরাসরি স্বীকার করেনি। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে পাঠানটুলি এলাকার গায়েবী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া ওই আসামির নাম মো. মাহবুব আলম। তিনি একই এলাকার জাফর সওদাগরের বাড়ির বাসিন্দা। তিনি মাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে হওয়া একাধিক মামলার আসামি।
স্থানীয় সূত্রে জানা দুপুরে পাঠানটুলি গায়েবী মসজিদের সামনে থেকে মাহাবুবকে হাতকড়া পড়িয়ে পুলিশের গাড়িতে উঠানো হয়। একপর্যায়ে উপস্থিত কয়েকজনের সঙ্গে পুলিশের তর্কাতর্কি শুরু হয়। এ সুযোগে লুঙ্গি পরিহিত মাহবুব লুঙ্গি ফেলে গাড়ি থেকে পালিয়ে যায়। পরে তাকে না পেয়ে তার ছোট ভাই মোজাহিকে ধরে নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে জানতে অভিযান পরিচালনাকারী ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) দারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান। পরবর্তীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শ্রীমা চাকমা ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাত দিয়ে বলেন, ‘জেনেছি এমন কোনো ঘটনা ঘটেছি। আমি তো আর ঘটনাস্থলে ছিলাম না। ওসি জানালেন, তিনি মাদক সংক্রান্ত একটি অভিযানে রয়েছেন।’
অন্যদিকে ডবলমুরিং থানা পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আসামি পলায়নের ঘটনার পরপরই আরেকটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশের একাধিক টিম পালিয়ে যাওয়া ওই আসামিকে ধরতে অভিযানে নেমেছে।