২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ জন

অনলাইন ডেস্ক: পবিত্র মক্কা নগরী থেকে হজ পালন শেষে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ জন হাজী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯ হাজার ৭৯ জন রয়েছেন। গত ৫ জুন সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে গত ১০ জুন। শনিবার (০৫ জুলাই) হজ পোর্টালের ‘পবিত্র হজ-২০২৫’ প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
এখন পর্যন্ত ১৮০টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফেরা হাজীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৮৫টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩০ হাজার ৪৪৩ জন, সৌদি এয়ারলাইন্সের ৭২টি ফ্লাইটে ২৬ হাজার ৩৫৪ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৩টি ফ্লাইটে ৮ হাজার ৭৭৬ জন হাজী দেশে ফিরেছেন। ফিরতি ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।
এবছর হজে গিয়ে এখন পর্যন্ত ৪২ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে ৩১ জন পুরুষ ও নারী ১১ জন। এর মধ্যে মক্কায় মারা গেছেন ২৬ জন, মদিনায় ১২ জন, জেদ্দা ৩ জন ও আরাফায় ১ জন। মিনায় বা মুজদালিফায় কোনো মৃত্যু ঘটেনি।
সৌদি আরবের সরকারি হাসপাতালগুলো এ পর্যন্ত ৩২৪ জন বাংলাদেশিকে চিকিৎসা সেবা দিয়েছে। এদের মধ্যে এখনো ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন বলে বাংলাদেশ হজ অফিস সূত্রে জানা গেছে।
এবার মোট বাংলাদেশি হজযাত্রীর (ব্যবস্থাপনা সদস্য সহ) সংখ্যা ৮৭ হাজার ১৫৭ জন। তিনটি এয়ারলাইন্সের মোট ২২৪টি ফ্লাইটে এ হজযাত্রীরা সৌদি আরবে গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৮টি ফ্লাইটে ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছিলেন। হজযাত্রীদের সৌদি যাওয়ার ফ্লাইট ২৯ এপ্রিল শুরু হয়। শেষ হয় ৩১ মে।

আরও পড়ুন