২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সেনাবাহিনীর হাতে ধরা পড়ল দুই চাঁদাবাজ

রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় চাঁদা উত্তোলনের সময় দুই চাঁদাবাজকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৮ মে) রাতে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি আর্মি ক্যাম্প থেকে ক্যাপ্টেন মো. শাইয়েন কাদিরের নেতৃত্বে একটি পেট্রোল দল অভিযান চালিয়ে জালিয়াপাড়া বাজার থেকে তাদের আটক করে।আটককৃতরা হলেন— গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের মো. খলিলুর রহমান (৪৭) ও মো. আবু সায়েদ (৪৫)।
পেট্রোল দলের সদস্যরা তাদের কাছ থেকে চাঁদা আদায়ের অবৈধ রশিদ জব্দ করে। এসময় উপস্থিত ট্রাক চালক ও সাধারণ মানুষের কাছ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া যায়। পরবর্তীতে আটককৃতদের গুইমারা থানায় হস্তান্তর করা হয়।
পেট্রোল কমান্ডার ক্যাপ্টেন মো. শাইয়েন কাদির জানান, চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে।

আরও পড়ুন