৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে গতকাল ঢাকা সেনানিবাসের সেনা সদরে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, সাক্ষাৎকালে সেনাপ্রধান ও মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন প্রতিনিধিদল পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দপূর্ণ সম্পর্ক এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়গুলো উঠে আসে। এদিকে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।গতকাল বিমান বাহিনীর সদর দপ্তরে রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাতে অংশ নেয়।
সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি সামরিক ও কৌশলগত বন্ধনকে আরো জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।সিলেটে নির্বাচন নিয়ে সেনাপ্রধানের মতবিনিময় : সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে গতকাল সিলেটে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।এর আগে তিনি সিলেট এরিয়া পরিদর্শন করেন।
মতবিনিময়কালে সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান পেশাদারি, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সেনাপ্রধান সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সিলেট বিভাগের সব জেলার বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা সেনা সদস্যদের কার্যক্রমও সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।
এসময় সেনাপ্রধান প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন। সিলেট এরিয়া পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর সামরিক সচিব; কমান্ড্যান্ট, এসআইএন্ডটি; জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া এবং সেনাসদর ও সিলেট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি বিভাগীয় কমিশনার, বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সূত্র : বাংলাদেশ প্রতিদিন।

আরও পড়ুন