২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সৃজিত ও সুস্মিতার প্রেমের গুঞ্জন জোরালো হলো!

বিনোদন ডেস্ক : কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সম্পর্ক আছে কি নেই এ প্রশ্ন অনেকদিন ধরেই। এ প্রশ্নকে আরো জোরালো করেছে পুরীতে অভিনেত্রী সুস্মিতা ও সৃজিতের সেলফি। গুঞ্জন ছড়িয়েছিল সৃজিত ডাইভার্ট হচ্ছেন। সেই গুঞ্জন এখন অনেকটা শক্ত অবস্থানে।এরপর অনেকবার এক জায়গায় ঘুরেছেন সৃজিত ও সুমিতা। তবে গতকালের ঘোরাফেরাটা যেন একটু অন্যরকম। কাল ছিল বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমি। এদিনটি সৃজিত ও সুস্মিতা ঘুরেছেন একসাথে।ছবি তুলেছেন মণ্ডপে মণ্ডপে। ছবি তুলে দিয়েছেন একে অপরের। ফলে এই ঘনিষ্ঠতা গতকাল আর স্বাভাবিকভাবে নেননি অনেকেই। এদিকে সুমসিতার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে সাংবাদিকরা দুজনকে জিজ্ঞেস করেছিলেন।কিছুদিন আগে অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা ‘ডিয়ার মা’র প্রিমিয়ার। সেখানেও হাজির ছিলেন তারা।সাংবাদিকদের দল প্রশ্ন ছুড়তেই লাজুক হাসি নায়িকার। তিনি বলেন, আমরা খুব ভালো বন্ধু। এর থেকে বেশি কিছু বলতে পারব না।যে যা ভাবছে ভাবুক। একই প্রশ্ন করা হয় পাশে থাকা সৃজিতকেও। তিনি বললেন, একটা সেলফি নিয়ে এত জল্পনা কল্পনা, আমরা তো ২০২৫ এ বাস করছি! রিল্যাক্স গাইজ রিল্যাক্স।

আরও পড়ুন