খবর বিজ্ঞপ্তি: নগরীর থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি হলে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রধান দুই দিকপাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে ‘সুরধারা’ আয়োজন করেছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সুরধারার ২৪ তম আসরে এক ঝাঁক নতুন শিল্পী ও পুরানো শিল্পীদের চমকপ্রদ পরিবেশনায় দর্শক মনকে আলোড়িত করে। শিল্পীরা হলেন যথাক্রমে- বহ্নিশিখা রক্ষিত, তনুশ্রী বিশ্বাস, সুপ্রিয়া চৌধুরী, অরুন্ধুতী চৌধুরী, আঁখি সেন, চুমকি পালিত, নন্দিতা বড়ুয়া, শিল্পী দাশগুপ্তা, সুমিত্রা চৌধুরী, পাপড়ি ভট্টাচার্য, লিখি দাশ, সঙ্গীতা গুপ্তা, রুপা দত্ত, পলিত্রী দাশ, বিশাখা নন্দী, সঞ্জিতা ভট্টাচার্য, প্রিয়াঙ্কা দাশ, সীমা পাল, শিউলি নাথ, পৃথ্বীশ ভট্টাচার্য, অর্পিতা দাস এবং শুভাগত চৌধুরী। যন্ত্র সংগীতে- নিখিলেশ বড়ুয়া, শ্যামল চন্দ্র দাস, পলাশ দেব, এবং অনুজিত বড়ুয়া লিমন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এডভোকেট অর্পিতা দাশ। ভবিষ্যতে শ্রোতাদের পাশে নিয়ে এভাবেই সংগীতের ধারায় এগিয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন সুরধারার পরিচালক এডভোকেট শুভাগত চৌধুরী।
