সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুন্ড আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের উদ্যোগে আগামী ২৩ জুন সোমবার শ্রীশ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ পরমহংসদেবের আবির্ভাব ও তিরোধান দিবস উদযাপন, ভূমিধ্বস প্রতিরোধে স্থায়ী রিটেইনিং ওয়াল ও মঠের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ উপলক্ষে এক সাধারণ সভা মঠের অধীনস্থ শ্রীশ্রী বিশ্বনাথ মন্দির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে ও মঠের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাষ্টার অজিত কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য্য। সভায় কেন্দ্রীয়, মহানগর, বিভিন্ন জেলা, উপজেলা ও থানা কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী,বর মুক্তিযোদ্ধা রঞ্জিত মল্লিক, সুলাল চৌধুরী, অধ্যাপক বন গোপাল চৌধুরী, সাংবাদিক প্রদীপ কুমার শীল, এডভোকেট মোহন লাল মহাজন, লায়ন দিলীপ শীল, মিলন দাশ, সাংবাদিক রনজিত কুমার শীল, প্রকৌশলী কাকন শীল, সুব্রত কুমার দে, তুষার ধর, ডা. অশোক কুমার দেব, গোপাল পাল, শিবু রাম কর, শিক্ষক স্বাতী রানী শীল, শিক্ষক অমলেন্দু ধর, লিটন চন্দ্র শীল, জুয়েল দত্ত, জয়দেব বণিক প্রমূখ।
সভায় সভাপতির বক্তব্যে মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ বলেন, গত বছর টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও পাহাড় ধ্বসে শঙ্কর মঠের গীতা ভবনের পশ্চিম পার্শ্বের রিটেইনিং ওয়াল সর্ম্পর্ণ ভেঙ্গে যায়। এটি পূনঃরায় তৈরী করতে প্রায় ৫ কোটি টাকার প্রয়োজন। রিটেইনিং ওয়াল তৈরীর সহযোগিতা চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হলেও এখনও অনুমোদন হয়নি। মঠের ভক্তবৃন্দের কাছ থেকে স্বেচ্ছায় প্রাপ্ত আর্থিক অনুদান থেকে বালি ভর্তি ৬ হাজার জিও ব্যাগ দিয়ে পানি নিস্কাশনের কাজ শুরু করেছি। মঠের চার পাশে সীমানা প্রাচীর নির্মাণ কাজ ও চলমান রয়েছে। রিটেইনিং ওয়াল নির্মাণসহ মঠের অন্যান্য উন্নয়নমূলক কাজ সম্পন্ন করতে সমাজের দানশীল ও ধর্ণাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান তিনি। একইসাথে আগামী ২৩ জুন সোমবার শঙ্কর মঠে অনুষ্ঠিতব্য যোগসিদ্ধ শ্রীশ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ পরমহংসদেবের আবির্ভাব ও তিরোধান দিবস সফলভাবে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।
