সীতাকুণ্ড প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় এক পিকআপভ্যান চালকের মৃত্যু হয়েছে।সোমবার সকাল আনুমানিক ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের জলিল গেট এলাকায় এ দূর্ঘটনা ঘটনা ঘটে। নিহতের নাম শুকলাল জলদাস (৪২)। নিহত শুকলাল জলদাস ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট জেলেপাড়া এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল মোমিন বলেন, এই ঘটনায় লরিসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুকলাল জলদাস তাঁর পিকআপটি রেখে জলিল গেটস্থ মা ফাতেমা পেট্রোল পাম্প এলাকার রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় ঢাকামুখি একটি দ্রুতগামী লরি তাঁকে পেছন থেকে ধাক্কা দিলে শুকলাল দাস ঘটনাস্থলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
