২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা

অনলাইন ডেস্ক: ভারি বর্ষণে ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও সিলেটে টানা বৃষ্টির কারণে জেলার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। দুই পয়েন্টে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে প্রায় সব নদ-নদীর পানি।
পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল পর্যন্ত কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার দশমিক ২২ সেন্টিমিটার ওপর দিয়ে এবং জকিগঞ্জ উপজেলার অমলসিদে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার দশমিক ৯৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এ ছাড়া ফেঞ্চুগঞ্জে ও শেরপুরে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। প্রায় সব পয়েন্টে আগের ২৪ ঘণ্টার তুলনায় নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সিলেটের অন্যতম প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি বৃদ্ধির কারণে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের আবহাওয়াবিদ শাহ মো. সজিব ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেটে ৫৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।বৃষ্টিপাত বুধবারও অব্যাহত থাকবে। এর আগের ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয় ১৭ দশমিক ২ মিলিমিটার।

আরও পড়ুন