২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সিভাসু’র ছাত্রকল্যাণ দপ্তর ও সার্জিস্কোপ ডেন্টাল ক্লিনিকের মধ্যে সমঝোতা চুক্তি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষার্থীদের জন্য সহজলভ্য ও মানসম্পন্ন দন্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিভাসু’র ছাত্রকল্যাণ দপ্তর এবং সার্জিস্কোপ ডেন্টাল ক্লিনিক-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্বাক্ষরিত এই চুক্তির আওতায় সিভাসু’র শিক্ষার্থীরা উক্ত ক্লিনিকে বিশেষ ছাড়ে ওরাল ও ডেন্টাল সার্জারি সেবা গ্রহণ করতে পারবেন। শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পিতা-মাতাও এই সুবিধার আওতায় থাকবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভাসু’র পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, সার্জিস্কোপ ডেন্টাল ক্লিনিকের প্রতিনিধি ডা. মিজানুর রহমান এবং সিভাসু’র সকল অনুষদের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের প্রতিনিধিবৃন্দ।

আরও পড়ুন