অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৫ জন।মঙ্গলবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২ জন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট হয়েছে ৫১ জনের।আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের ১২০ জন বরিশাল বিভাগের, ৯৮ জন চট্টগ্রাম বিভাগের, ঢাকা উত্তরের ৩৮ জন, ঢাকা দক্ষিণের ৫৫ জন, ঢাকা বিভাগের ৩৬ জন, খুলনা বিভাগের ১৮ জন, ময়মনসিংহ বিভাগের ১১ জন, রাজশাহী বিভাগের ৪৮ জন ও সিলেট বিভাগের একজন।এ নিয়ে চলতি বছর মোট ১৩ হাজার ১৮৮ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ৭ হাজার ৮১৫ জন পুরুষ ও ৫ হাজার ৩৭৩ জন নারী।
