২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

শাহ আমানত বিমানবন্দরে সিগারেট-ক্রিমসহ আটক ২ যাত্রী, ছাড়া পেলেন জরিমানা দিয়ে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে বিদেশি সিগারেট ও আমদানি নিষিদ্ধ প্রসাধনী জব্দ করা হয়েছে। দুই যাত্রীকে আটক করা হলেও পরে জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।রোববার (২০ জুলাই) রাতে দুই যাত্রীর কাছ থেকে এসব পণ্য জব্দ করে গোয়েন্দা সংস্থা এনএসআই ও কাস্টমস কর্মকর্তাদের টিম।আটক দুই যাত্রী হলেন-ফেনী জেলার বাসিন্দা মো. আরিফুল ইসলাম ও চট্টগ্রামের রাউজানের মোশাররফ হোসেন।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, আরিফুলের কাছ থেকে ১৬৫ কার্টন মন্ড ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়েছে, যেগুলো তিনি ঘোষণা ছাড়াই আনেন। আর মোশাররফের কাছ থেকে দুই হাজার ৭৬ পিস রূপচর্চার ক্রিম পাওয়া যায়, যেগুলো কাস্টমস আইনে আমদানি করা নিষিদ্ধ পণ্য।সিগারেট ও প্রসাধনী জব্দের মাধ্যমে মোট ১৩ লাখ ৪ হাজার ১০০ টাকা রাজস্ব আয় হয়েছে বলে কাস্টমস কর্মকর্তারা তথ্য দিয়েছেন।
ইব্রাহীম খলিল বলেন, ‘দুই যাত্রী দুবাই থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন। রাত সাড়ে ৯টায় বিমানটি অবতরণ করে। ইমিগ্রেশন শেষে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল দিয়ে পার হওয়ার সময় তাদের লাগেজ তল্লাশি করা হয়।’
দুই যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে জরিমানা নেওয়া হয়েছে। ভবিষ্যতে একই কাজে জড়িত হলে ফৌজদারি মামলা করা হবে বলে সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ইব্রাহীম খলিল।

আরও পড়ুন