অনলাইন ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ ঘর থেকে ছাত্রদলের সাবেক এক নেতার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এই হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। শ্রীমঙ্গল সার্কেলের এএসপি ঘটনাস্থলে রয়েছেন।শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম আব্দুর রাহিম রাফি (২৭)। তিনি ছাত্রদলের সাবেক ইউনিয়ন সভাপতি। আব্দুর রাহিম রাফি মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা ও মৃত আব্দুস ছাত্তারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাফি রাতে ঘুমিয়ে পড়ে।সকালে ঘুম থেকে না উঠে তার মা ডাকতে তার রুমে যান। দরজা খুলে দেখেন রক্তাক্ত দেহ খাটের ওপর পড়ে আছে। পরে মায়ের আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে থানায় খবর দেয়। এরপর কমলগঞ্জ থানার একটি টিম ঘটনাস্থলে এসে দুপুর সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার ক।তবে কে বা কারা রাফিকে হত্যা করেছে, প্রাথমিকভাবে তা জানা যায়নি। পুলিশ জানায়, রাফি বিবাহিত ছিলেন। স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে গেছেন। তার মা পাশের রুমে থাকতেন। কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি বলেন, ‘আমরা লাশ উদ্ধার করেছি।ঘটনাস্থলে আমাদের তদন্ত টিম রয়েছে। অনুসন্ধান চলছে।’
