১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

লুসাই ভবন পরিবারের আয়োজনে ফল উৎসব ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চেরাগী পাহাড়স্থ লুসাই ভবন পরিবারের উদ্যোগে লুসাই হলে ফল উৎসব দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩০ জুন) বিকালে নিউজগার্ডেন সম্পাদক কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি। ভিডিও কলের মাধ্যমে লুসাই ভবনের মালিক আলী রেজা ভবনের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি ব্যবসায়ীরা মিলেমিশে লুসাই ভবনে ব্যবসা করবেন এবং ভবনের ঐতিহ্য ধরে রাখবেন বলে মত প্রকাশ করেন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, দৈনিক ভোরের ডাক পত্রিকার ব্যুরো প্রধান কিরণ শর্মা, নিউজগার্ডেন এর বার্তা সম্পাদক সাইফুর রহমান সাইফুল, সকালের সময়ের ব্যুরো চীফ এস এম পিন্টু, পানি উন্নয়ন বোর্ডের সাবেক ডিডি নুরুল হাদি, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এম আবু বক্কর রাজু, নতুন সময়ের কামাল পারভেজ, লুসাই ভবনের ম্যানেজার মো: জাহেদুল আলম চৌধুরী, এস এম সাইফুল ওয়াদুদ, আকিব জাফর, নিউ নেশনের ব্যুরোচীফ নজরুল ইসলাম, হাফেজ মাহমুদুল হাসান, বিশ্বজিৎ, রাজিব খোকন, জুয়েল বড়ুয়া, এম আর আমিন, রিপন, মো: ছরওয়ার কামাল, কাউছার আলম, রতন চক্রবর্তী, আমিনুল ইসলাম লিটন, বিপ্লব বড়ুয়া, আবদুল মান্নান, বিপ্লব বড়ুয়া, রাজীব স্বপ্ন রং প্রমুখ। দেশীয় মৌসুমি ফলের বর্ণিল সমাহার দেখে অতিথিরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
জাহিদুল করিম কচি বলেন, লুসাই ভবনের ব্যবসায়ীরা ব্যবসা করে না, জাতীয় উৎসবেও তাদের অবদান অনস্বীকার্য। আজকের এই দেশীয় ফলের আয়োজনের মাধ্যমে দেশীয় সংস্কৃতি আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়বে। এ আয়োজনের জন্য লুসাই ভবনের ব্যবসায়ী ও সাংবাদিক কামরুল হুদাকে ধন্যবাদ জানান জাহিদুল করিম কচি। এ ফলের প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্ম তাদের ঐতিহ্য ও শেকড়ের সন্ধান পাবে।ব্যস্ত নাগরিক জীবনে ব্যবসায়ী ও সাংবাদিকদের এক টেবিলে মৌসুমি ফলের স্বাদ উপভোগের জন্যই লুসাই ভবন ব্যবসায়ীদের এ আয়োজন। শেষে এডভোকেট নুরুল হুদার আত্মার শান্তি ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করে হাফেজ আনোয়ার হোসেন রাব্বানীর মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।

আরও পড়ুন