১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রেকর্ড দামে আর্জেন্টিনার বিস্ময়বালক রিয়ালে

ক্রীড়া ডেস্ক: মাত্র ১৭ বছর বয়সেই ফুটবলবিশ্বে চমক সৃষ্টি করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। জাতীয় দলের হয়ে অভিষেকের ঠিক এক সপ্তাহের মাথায় এবার রেকর্ড দামে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এই তরুণ প্রতিভা।শুক্রবার (১৩ জুন) এক বিবৃতিতে মাস্তান্তুয়োনোর সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। যদিও চুক্তির আর্থিক বিবরণ প্রকাশ করেনি ক্লাবটি, তবে মাস্তান্তুয়োনোর বর্তমান ক্লাব রিভার প্লেট জানিয়েছে, রিয়ালের সঙ্গে ৬ কোটি ৩২ লাখ ইউরোর চুক্তি হয়েছে। এর মধ্যে কর ও অন্যান্য খরচ বাদে সরাসরি ৪ কোটি ৫০ লাখ ইউরো যাচ্ছে রিভার প্লেটের পকেটে—যা আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফি।
এই ট্রান্সফারের মাধ্যমে মাস্তান্তুয়োনো ছাড়িয়ে গেলেন এনজো ফার্নান্দেজকেও, যাকে ২০২২-২৩ মৌসুমে রিভার প্লেট থেকে ৪ কোটি ৪২ লাখ ইউরো দিয়ে কিনেছিল পর্তুগিজ ক্লাব বেনফিকা।
রিয়ালের সঙ্গে মাস্তান্তুয়োনোর চুক্তি ২০৩১ সাল পর্যন্ত। তবে ১৪ আগস্ট তার ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত রিয়ালের হয়ে মাঠে নামতে পারবেন না। এর আগে, আগামীকাল (১৫ জুন) থেকে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে তিনি খেলবেন রিভার প্লেটের হয়ে।
ইতোমধ্যে জাবি আলোনসোর অধীনে নতুন মৌসুমের জন্য সাজানো রিয়ালের এটি তৃতীয় সাইনিং। এর আগে ডিন হুইজসেন ও ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডকে দলে নিয়েছে ক্লাবটি। সূত্র জানায়, রিয়াল মাস্তান্তুয়োনোকে দুই বছর ধরে পর্যবেক্ষণ করছিল এবং পিএসজির সঙ্গে কড়া প্রতিদ্বন্দ্বিতায় তাকে দলে টেনে নেয়।এই অ্যাটাকিং মিডফিল্ডার রিভার প্লেটের হয়ে চলতি বছরে ১২ ম্যাচে করেছেন ৪ গোল ও ৪ অ্যাসিস্ট। জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির নজরে পড়ে সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলেও অভিষেক হয়েছে তার।
শোনা যাচ্ছে, মাস্তান্তুয়োনোর বার্ষিক নেট বেতন হবে প্রায় ৩৫ লাখ ইউরো। তাকে ধরে রাখতে রিয়াল মাদ্রিদ তার রিলিজ ক্লজ নির্ধারণ করেছে বিশাল অঙ্কে—১০০ কোটি ইউরো!নতুন মৌসুমে রিয়ালের শুরুর একাদশেই জায়গা পেতে পারেন এই বিস্ময়বালক। বিশেষত, তার সেট পিস দক্ষতা ও মাঠে পরিপক্ব আচরণে মুগ্ধ ক্লাব কর্তৃপক্ষ।

আরও পড়ুন