২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রামগড় বাজারে আগুন, পুড়ে গেছে স’মিলসহ তিন দোকান

রামগড় প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রাণকেন্দ্র রামগড় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি স’মিল ও তিনটি দোকান পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার (২৮ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে কাজী স’মিলে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের কাজী মার্কেটের সততা কম্পিউটার, মা সেলুন ও সেবা টেলিকম নামের তিনটি দোকানে।রামগড় বাজার পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে না এলে বাজারে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত।’রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিশান্তর বড়ুয়া জানান, বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ‘দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে আগুন আশপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়তে পারেনি।’ এ ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির কারণে দুশ্চিন্তায় রয়েছেন। আগুন লাগার প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন