বিনোদন ডেস্ক: আগামী ২৬ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নে অবস্থিত দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপন অনুষ্ঠানে গাইবেন বালাম, বেলাল খান ও লিজা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ‘কালের কণ্ঠ’। এই অনুষ্ঠানের থিম সং গেয়েছেন বেলাল খান।দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বলেন, আগামী ২৬ ডিসেম্বর দিনভর এই শতবর্ষ পূর্তি উদ্যাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। ওইদিন সন্ধ্যায় শুরু হতে যাওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় অন্যান্য শিল্পীদের মধ্যে গান শোনাবেন বালাম, বেলাল খান ও সানিয়া সুলতানা লিজা।





