১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়া যুবলীগের সাবেক সভাপতি আরজু আটক!

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শামশুদ্দোহা সিকদার আরজুকে আটক করেছে নগরের পাহাড়তলী থানা পুলিশ!শুক্রবার (২৭ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরের সরাইপাড়া এবতেদায়ী মাদ্রাসার সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।কিন্তু পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনুষ্ঠানিকভাবে কিছু বলছেন না! তবে পাহাড়তলী থানা পুলিশের একাধিক সূত্র সিভয়েস২৪’কে নিশ্চিত করেছে শামশুদ্দোহা সিকদার আরজুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আটকের পর থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।এদিকে, এ ব্যাপারে জানতে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

আরও পড়ুন