রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে পাখি আক্তার (৫৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাদার পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।নিহত পাখি আকতার ওই গ্রামের খলিফার বাড়ির মুহাম্মদ বাহাদুরের স্ত্রী। তিনি দুই ছেলে এবং দুই কন্যা সন্তানের মা।
পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে ওই নারী স্বামীসহ একটি কক্ষে ঘুমিয়ে পড়েছিলেন। বুধবার ভোর পাঁচটার দিকে তার স্বামী মুহাম্মদ বাহাদুর ঘুম থেকে উঠে ঘরের মাঝখানের একটি খোলা কক্ষে ঘরের আাঁড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই নারীকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে বুধবার সকাল ১০ টার দিকে স্থানীয় নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির একদল পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
পুলিশ বলছে, পরিবারের কাছ থেকে খবর পেয়ে ওই নারীকে তারা ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। তবে ওই নারীর পা মেঝে থেকে ৬ থেকে ৭ ইঞ্চি ফাঁকা ছিলে।নিহতের স্বামী মুহাম্মদ বাহাদুর ও ছেলে মুহাম্মদ বাবুল বলেন, সাত থেকে আটটি ব্যাংক ও এনজিও সংস্থা থেকে মাসিক কিস্তিতে ঋণ নিয়েছিলেন। সপ্তাহে তার ১৮ থেকে ২০ হাজার টাকা ঋণ শোধ করতে হতো। ঋণের চাপ থেকে আত্মহত্যা করতে পারেন।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
