২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রাউজানে গুলিতে যুবদল কর্মী খুন

রাউজান প্রতিনিধি: রাউজান উপজেলায় যুবদলের এক কর্মীকে গুলি করে খুনের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরিব উল্লাহপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।নিহত মুহাম্মদ মানিক আবদুল্লাহ (৩৬) গরিব উল্লাহপাড়া গ্রামের আবদুল মোতালেবের ছেলে। তিনি যুবদলের রাজনীতিতে জড়িত এবং স্থানীয়ভাবে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত বলে জানা গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মানিক পরিবার নিয়ে চট্টগ্রাম নগরীতে বসবাস করেন। শনিবার রাতে গ্রামে গিয়ে প্রতিবেশির বাড়িতে ভাত খাওয়ার সময় ১২ থেকে ১৫ জন সন্ত্রাসী আক্রমণ করে। তাকে একেবারে কাছ থেকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা চলে যায়।পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে নিহত যুবদল কর্মীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন