অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী রবিবার (৭ ডিসেম্বর) বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে।বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় জানানো হয়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স এখনো না পৌঁছানোয় বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে যাচ্ছে।মির্জা ফখরুল বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুল্যান্স শুক্রবার আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে এটি শনিবার পৌঁছাতে পারে।’ তিনি আরো বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত দিলে, তাহলে ইনশাআল্লাহ ৭ তারিখ (রবিবার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।’





