বিনোদন ডেস্ক: উপস্থাপিকা ও অভিনয়শিল্পী নওশীন নাহরিন মৌ প্রায় আড়াই বছর পর দেশে ফিরেছেন। দেশে তিনি অন্যরকম ব্যস্ত সময় কাটাচ্ছেন—কখনো সহশিল্পীদের বাসায় নিমন্ত্রণ খেতে যাচ্ছেন, কখনো স্কুলের বন্ধুদের বাসায় যাচ্ছেন, আবার কখনো আত্মীয়দের সঙ্গে দেখা করছেন। এরইমধ্যে তিনি হাজির হলেন কালের কণ্ঠের নিয়মিত আয়োজন ‘কথায় কথায় বহুদূর’-এ। যেখানে কালের কণ্ঠের ফিচার এডিটর দাউদ হোসাইন রনির সঙ্গে কথোপকথনে নিজের বর্তমান ব্যস্ততা, কাজ ও সংসার জীবন নিয়েও কথা বলতে দেখা গেছে তাকে। সেখানে উঠে আসে এক মজার প্রসঙ্গ।
স্বামী হিল্লোলকে বিয়ের পরেও ভাই বলে ডাকেন নওশীন। সেই প্রসঙ্গেই আবার কথা বললেন অভিনেত্রী। কেন ভাই বলে ডাকেন সেই প্রশ্নের উত্তরে বললেন, ‘নাম ধরে ডাকলে সে মাইন্ড করে। পছন্দ করে না। আমি তাকে নাম ধরে ডাকাটা আমারও ভালো লাগে না আসলে। আমি হয়তো অন্যের সামনে গিয়ে বলি যে ও, এটা, ওটা। কিন্তু ওই এই ওইও বলতে পারি না।
আল্টিমেটলি হিল্লোল ভাইয়া। আর বড়দের সামনে মুরুব্বীদের সামনে তো ওই জিনিসটা আরো বলা হয় না। নাম ধরে ওরকম। আগে ডাকতাম না হিল্লোল ভাইয়া হিল্লোল ভাইয়া- ওটাই অভ্যাস হয়ে গেছে।’
