৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে এক ব্যক্তির মৃত্যু, মেট্রো চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক : রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই আজ রবিবার দুপুর সাড়ে ১২টার পর থেকে মেট্রো রেল চলাচল বন্ধ আছে।মেট্রো রেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘ফার্মগেটের খেজুরবাগান মোড়ে নির্মাণ নকশায় ত্রুটি ছিল। এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছে, জাপানিজ ঠিকাদারদের ঠিক করতে বলা হলেও করেনি।’ তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন একজন নিহতের তথ্য জানিয়েছেন। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আরও পড়ুন