১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মীরসরাইয়ে ঘরে বৃদ্ধের হাত-পা বাঁধা লাশ

মীরসরাই প্রতিনিধি: মীরসরাইয়ে বসতঘর থেকে এক বৃদ্ধের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় লাশটি উদ্ধার করেন জোরারগঞ্জ থানা পুলিশের সদস্যরা।ওই বৃদ্ধের নাম ফয়েজ আহমেদ (৮৫)। তিনি উপজেলার করেরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বদ্ধভবানী এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, ফয়েজ আহমেদ ৫টি বিয়ে করেন। সর্বশেষ স্ত্রী ফিরোজা আক্তারের সঙ্গে থাকতেন। বুধবার ঘটনার রাতে ফিরোজা আক্তার ধাত্রী হিসেবে প্রসব করানোর কাজে গিয়েছিলেন। ঘরে ফিরে তিনি স্বামীর রক্তাক্ত লাশ দেখতে পান।
জোরারগঞ্জ থানার ওসি মো. আবদুল হালিম বলেন, সকালে খবর পেয়ে ঘরে ওই বৃদ্ধের হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন