৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈমুল ইসলাম সিয়াম নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সিয়ামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ সিংহনগর এলাকায়।বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট উত্তর বাইপাসে ধুমঘাট ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মস্তাননগর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজু সিংহ জানান, সিয়াম নামের একজন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়েছি। মরদেহ মস্তাননগর হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশের টিম যাচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানা যাবে।

আরও পড়ুন