১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে পুকুরে গোসলে নেমে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সালাহ উদ্দিন (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের দক্ষিণ হাইতকান্দি এলাকার কাঠগড়িয়া বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।সালাহ উদ্দিন ওই এলাকার জহির উদ্দিনের ছেলে। সে সাহেরখালী হাবিবিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের মামা ইমাম হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে সালাহ উদ্দিন। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর ভেসে ওঠে তার নিথর দেহ।
উদ্ধার করে মিরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাইতকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদ হোসেন। তিনি বলেন, ‘খুবই দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা। অল্পবয়সী এক মেধাবী ছাত্র এভাবে প্রাণ হারাবে, তা কেউ কল্পনাও করেনি।’এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন