২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা বাসের, নিহত ৩

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছে।বৃহস্পতিবার রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুমঘাটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাকারিয়া।তিনি বলেন, “দাঁড়িয়ে থাকা একটি কাঠের ট্রাককে ঢাকামুখী সেন্টমার্টিন ট্রাভেলসের ডাবলডেকার একটি বাস সজোরে ধাক্কা দেয়।”ঘটনাস্থলেই তিন বাস যাত্রী মারা যান জানিয়ে ওসি জাকারিয়া বলেন, নিহতদের মধ্যে এক নারী ও দুই পুরুষ রয়েছেন।

আরও পড়ুন