অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর মাদারবাড়ী এলাকায় ট্রাকচাপায় এক ট্রান্সপোর্ট ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাদারবাড়ী শুভপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।নিহত আবুল কালাম আজাদ নগরীর দিদার মার্কেট এলাকার দেওয়ান বাজারের মদিনা মসজিদ এলাকার বাসিন্দা।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ আজাদ এন্টারপ্রাইজ নামে ট্রান্সপোর্ট ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আবুল কালাম আজাদ রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন।
