২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মহেড়া পিটিসিতে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ : পাসিং আউট ১৭৬ এসআই

অনলাইন ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ২৩ তম বিভাগীয় ক্যাডেট এসআই (নিরস্ত্র) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ জানুয়ারি বুধবার সকালে ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এই সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে ১৭৬ জন বিভাগীয় ক্যাডেট এসআই (নিরস্ত্র) পাসিং আউট হয়।সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম।এসময় আরো উপস্থিত ছিলেন, ডেপুটি কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত ডিআইজি (কারিকুলাম) ড. এ এইচ এম কামরুজ্জামানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।কুচকাওজ শেষে ছয়মাস ব্যাপি প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ক্যাডেটদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি এবং অন্য অতিথিবৃন্দ।
এর আগে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তৃতায় প্রশিক্ষণলব্দ জ্ঞানের উৎকর্ষতা, সততা, নিষ্ঠা, একাগ্রতা কর্মজীবনে প্রয়োগ এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জনগনের আস্থা অর্জনে ব্রতী হওয়ার নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন