৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মহিলা সমিতির মঞ্চে ‘শেষের কবিতা’

বিনোদন ডেস্ক: নাট্যদল প্রাঙ্গণেমোর ফের মঞ্চস্থ করতে যাচ্ছে তাদের জনপ্রিয় প্রযোজনা ‘শেষের কবিতা’। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নাটকটি দেখা যাবে মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে।রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে এর নাট্যরূপ করেছেন অনন্ত হিরা। নির্দেশনায় আছেন নূনা আফরোজ।দলটি জানিয়েছে, নাটকটি এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে, নতুন ভাবনায় উপস্থাপন করা হবে।রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস ‘শেষের কবিতা’ থেকে নেওয়া এই নাটকের গল্পে রয়েছে অমিত রায় ও লাবণ্যর আকস্মিক পরিচয়, দূরবর্তী পাহাড়ি শহর শিলংয়ের নিস্তব্ধতায় জন্ম নেওয়া প্রেম, আর সেই প্রেমের দ্বন্দ্ব–দোলাচল।
বিলেতফেরত ব্যারিস্টার অমিতের সঙ্গে বইমগ্ন লাবণ্যর সম্পর্ক গাঢ় হতে থাকলেও বিয়ের সিদ্ধান্তে এসে লাবণ্য পিছিয়ে যায়। এ সময় অমিতের পুরনো পরিচিত কেতকীর ফিরে আসা সম্পর্কটিকে আরও জটিল করে তোলে।এক পর্যায়ে লাবণ্য ও কেতকী দুইজনেই অমিতকে প্রত্যাখ্যান করে। লাবণ্য সরে গেলে অমিত ফিরে যায় কলকাতায় এবং পরে কেতকীর সঙ্গে তার বিয়ে হয়। কিছুদিন পর লাবণ্য অমিতের কাছে এক চিঠিতে জানায় নিজের বিয়ের খবর; চিঠির অন্য পাশে থাকে অমিতের উদ্দেশে লেখা দীর্ঘ কবিতা, যা এক ধরনের শান্ত বিদায়।নাটকে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, ইউসুফ রাসেল, সাহেদ সরদার, গুলশান বহ্নি, নাসরীন মিশু, বাঁধন সরকার, তমা হোসেন, সীমান্ত আমীন, তন্বী ইসলাম মিষ্টি, ফাহিম মুনতাসির, নাঈম হাসান ও ফারজু ফারহান।
নাটকের মঞ্চ পরিকল্পনায় ফয়েজ জহির, আলো তোফিক আজীম রবিন, সংগীত রামিজ রাজু, পোশাক নূনা আফরোজ। কোরিওগ্রাফিতে ইভান শাহরিয়ার সোহাগ এবং রূপসজ্জায় জনি সেন কাজ করেছেন।

আরও পড়ুন