নিউজ ডেক্স: ভারতকে দেওয়া ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট ও করিডোর সুবিধা বাতিলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।নোটিশে দেশে ভারতীয় টিভি চ্যানেলগুলো সম্প্রচারও বন্ধ করতেও বলা হয়েছে।
পররাষ্ট্র সচিব, অর্থ সচিব, সড়ক পরিবহন সচিব, বাণিজ্য সচিব, তথ্য সচিব, নৌ পরিবহন সচিব, বেসামরিক বিমান সচিব ও এনবিআর চেয়ারম্যান বরাবরে এ নোটিশ পাঠান আইনজীবী মোহাম্মদ আজিজুল হক।
৮ এপ্রিল ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য যাওয়ার ব্যবস্থা প্রত্যাহার করেছে ভারত। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) এ সুবিধা বাতিল করে আদেশ জারি করেছে।
এ আইনজীবী জানান, ভারত আমাদের দেওয়া সুবিধা প্রত্যাহার করে নিয়েছে। অথচ তারা ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট ও করিডোর সুবিধা ভোগ করছে।
তিনি বলেন, এটার মন্দ দিক হচ্ছে বাংলাদেশকে নোটিশ দেয়নি ভারত। আন্তর্জাতিক আইন এবং বিধি অনুসারে যেকোনো দেশ অন্য কোনো দেশের সুবিধা বাতিল করার ক্ষেত্রে বা কূটনৈতিক কোনো অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে নোটিশ দিতে হয়। হঠাৎ সুবিধা বাতিল করা আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন। সুতরাং বাংলাদেশের এ ধরনের দেওয়া সুবিধা বাতিল করতে হবে এবং এটা আরও আগে করা দরকার ছিল। তাই এ বিষয়ে পদক্ষেপ নিতে সাত দিনের সময় দেওয়া হয়েছে। অন্যথায় আইনের দ্বারস্থ হবো।
