বিনোদন ডেস্ক : সম্প্রতি একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে চলচ্চিত্র কাজলরেখা দিয়ে বড় পর্দায় অভিষেকের পর থেকেই আলোচনায় রয়েছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। এরপর গেল ঈদে মুক্তিপ্রাপ্ত নীলচক্র সিনেমায় আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধে প্রশংসা কুড়িয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি এখন তার ব্যক্তিজীবন নিয়েও দর্শক ও অনুরাগীদের কৌতূহল চরমে।প্রেম নিয়ে মুখ খুলেছেন এই চিত্রনায়িকা। জানিয়েছেন, ‘প্রেম করছি, তবে কার সঙ্গে করছি সেটা রহস্য! আপনারা (সাংবাদিকরা) খুঁজে বের করুন!’ — মন্দিরার এই উত্তরে নতুন করে গুঞ্জন উসকে উঠেছে শোবিজপাড়ায়।
এর আগে গুঞ্জন রটেছিল, অভিনেতা শরীফুল রাজের সঙ্গে প্রেম করছেন মন্দিরা। যদিও সে সময় এ বিষয়ে সরাসরি কিছু না বললেও রাজকে ‘ভালো বন্ধু’ হিসেবেই উল্লেখ করেছেন তিনি। মন্দিরা বলেন, ‘শুটিংয়ের সময় আমাদের বেশি কথা হতো না, কিন্তু সময়ের সঙ্গে রাজ আমার খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। প্রেম হওয়ার সুযোগ নেই।’
তবে বাস্তব জীবনে যে প্রেম করছেন, সেটা স্পষ্ট করে দিয়েছেন মন্দিরা নিজেই। তার ভাষায়, ‘প্রেম ছাড়া একজন মানুষ থাকতে পারে না। প্রেম থাকলে মন ভালো থাকে, শরীরও ভালো থাকে। তবে এখন বিয়ের কোনো ইচ্ছা নেই। পরিবার থেকেও চাপ নেই। আপাতত কাজেই মনোযোগ দিতে চাই।’
মন্দিরা তার দ্বিতীয় সিনেমা নীলচক্র-তেই পেয়েছেন প্রিয় অভিনেতা আরিফিন শুভর সঙ্গে জুটি বাঁধার সুযোগ। পর্দায় এ জুটির রসায়ন যেমন প্রশংসিত হয়েছে, তেমনি প্রচারণার সময় তাদের খুনসুটিও নজর কেড়েছে দর্শকের। সোশাল মিডিয়ায় দর্শকের একাংশ এমনকি তাদের ‘বাস্তবেও একসাথে’ দেখতে চায়।এই প্রসঙ্গে মন্দিরা বলেন, ‘পর্দায় শুভ ভাইয়ের সঙ্গে রোমান্সে দর্শক মুগ্ধ হয়েছেন, কিন্তু বাস্তবে আমরা এক নই। শুভ ভাই একজন অসাধারণ শিল্পী, কিন্তু বাস্তবে এমন কিছু (বিয়ে) সম্ভব নয়।’
তবে প্রমোশনাল ভিডিওতে মন্দিরার মজার এক মন্তব্য বেশ আলোচিত হয়েছে। শুভকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমি তোমার মতো পাঁচ বছর ধরে এক সিনেমা করে এক টাকা পারিশ্রমিক নেই না! সেই জন্যই তো আমেরিকায় থাকি।’
নৃত্যশিল্পী হিসেবে যাত্রা শুরু করে ছোট পর্দা হয়ে বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মন্দিরা। কাজলরেখা ও নীলচক্র—দুই সিনেমাতেই তার অভিনয় প্রশংসিত হয়েছে। এখন আরও ভালো গল্প ও চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চান তিনি।
আর প্রেম? সেটা নিয়ে স্পষ্ট না হলেও ইঙ্গিত দিয়েছেন, ‘আমি তো প্রেমেই আছি—আমার অভিনয়ের সঙ্গে, আমার কাজের সঙ্গে।’
‘ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগতই থাক। এসব নিয়ে এখন একদমই ভাবছি না, বলতে চাই না’
