২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

যথাযথ নিয়ম মেনেই বাংলাদেশ ব্যাংকে গিয়েছি : মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক : ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি কথা বললেই টুইস্ট করে চালিয়ে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় এমনভাবে লেখা হয় যেন শুধু মির্জা আব্বাসের এলাকায় নির্বাচন হচ্ছে।বাংলাদেশ ব্যাংকে যাওয়া প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ১১টি কার্ড নিয়ে যথাযথ নিয়ম মেনেই বাংলাদেশ ব্যাংকে গিয়েছি। সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন, দোয়া ও শোকসভায় এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি বাংলাদেশের সব মানুষ কৃতজ্ঞ। এই যে কথা বলতে পারছি, নির্বাচন করতে পারছি, সবই বেগম জিয়ার ত্যাগের ফল। তিনি নিজের জীবনের বিনিময়ে দেশকে রক্ষা করেছেন। বারডেম কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, সোশ্যাল মিডিয়ায় লাইক ও শেয়ার দিয়ে ছেড়ে দিয়েন না।
কিছু লিখবেন এবং জবাব দেবেন। একটি দল সোশ্যাল মিডিয়ার পেছনে প্রচুর অর্থ খরচ করছে। তাদের টার্গেট মির্জা আব্বাসকে ফেইল করাবে। এ সময় আসন্ন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দিকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, তিনি একজন অপরিপক্ব লোক, এমন অপরিপক্ব লোক সংসদে গেলে কী হবে আল্লাহই জানেন।এদিকে আজ দুপুর ১২টার দিকে নেতাকর্মী নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ভবনে গিয়েছিলেন মির্জা আব্বাস। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তৈরি হয়। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘তিনি কী কারণে এসেছেন, তা এখনো জানা যায়নি। প্রয়োজনে যে কেউই বাংলাদেশ ব্যাংকে আসতে পারেন। তবে এভাবে অনেক লোক নিয়ে আসাটা ঠিক হয়নি।

 

আরও পড়ুন