১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বিয়ের আশ্বাসে নারীকে ধর্ষণ, দোকানি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক দোকানিকে গ্রেফতার করেছে র‍্যাব।রোববার (৮ জুন) রাতে পটিয়া উপজেলা থেকে তাকে গ্রেফতার ক হয়েছে বলে র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।গ্রেফতার পলাশ দাশ (৪০) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা। সাতকানিয়ার কেরানিহাটে কর্ণফুলী মার্কেটে তার একটি মুদির দোকান আছে।আক্রান্ত নারীও কেরাণিহাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
র‍্যাবের চট্টগ্রাম জোনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দোকানে নিয়মিত পণ্য কিনতে আসার সুবাদে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়া ওই নারীর সঙ্গে পলাশের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীকে ২০২১ সালের ৮ অক্টোবর থেকে গত চার বছর ধরে নিয়মিত ধর্ষণ করে আসছে
সর্বশেষ ওই নারী গর্ভবতী হয়ে পড়লে পলাশ তাকে এড়িয়ে চলতে থাকে এবং এক পর্যায়ে গা ঢাকা দেয়। ওই নারী গত ২০ মে সাতকানিয়া থানায় তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।ওই মামলায় গ্রেফতারের পর পলাশকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয় বলে র‍্যাব জানায়।

আরও পড়ুন