৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে এক হলেন সৃজিত-মিথিলা

বিনোদন ডেস্ক : বিভিন্ন সময়ে ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে রাফিয়াথ রশিদ মিথিলার সম্পর্কের টানাপোড়েনের খবর প্রচার হয়েছে। এবার সমালোচকদের মুখ ঝামা ঘষে দিলেন সৃজিত-মিথিলা।সম্প্রতি একটি ছবিতে মিথিলাকন্যা আইরাসহ সৃজিতকে দেশের বাইরে ঘুরে বেড়াতে দেখা গেছে। যে ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে তিনজনকেই বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে।
নীল-সাদা আকাশের নিচে দাঁড়িয়ে তোলা ছবিতে দেখা যায় মিথিলা কালো রঙের একটি ওভার কোর্ট পরেছেন। সৃজিত কালো পোলো শার্টের সঙ্গে লাল জ্যাকেট আর আইরা নেভি ব্লু শীতের পোশাক পরেছেন।মাস দুয়েক আগে এক সাক্ষাৎকারে মিথিলাকে প্রশ্ন করা হয়, সৃজিতের সঙ্গে সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে? জবাবে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।’ সৃজিত কি এখনও আপনার স্বামী? তিনি বলেন, ‘হ্যাঁ পাসপোর্টে তার নামটিও রয়েছে।’অনেক দিন ধরেই সৃজিত কলকাতা ও মিথিলা ঢাকায় রয়েছেন৷ কলকাতা যাওয়া প্রসঙ্গে মিথিলা বলেন, ‘২৪-এর জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি (কলকাতা) যাইনি। আমার ভিসা নেই।’
প্রসঙ্গত, মিথিলার প্রথম স্বামী জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তারা। তাদের বিয়েবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর ২০১৯ সালে ৬ ডিসেম্বর সৃজিত মুর্খাজিকে বিয়ে করেন তিনি।

আরও পড়ুন