২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাসাচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অনলাইন ডেস্ক: ভোলার লালমোহন উপজেলায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডা. আজাহার উদ্দিন কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।স্থানীয়রা জানান, ভোলা থেকে পাটোওয়ারী পরিবহন নামের একটি বাস চরফ্যাশনের দিকে যাচ্ছিল। পথে আজাহার উদ্দিন কলেজ গেট এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে আসা ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিনজন নিহত হন। এসময় আহত হন বাসের ১০ যাত্রী।আহতদের স্থানীয় হাসপাতালে ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, ঘটনার তদন্ত করছে।

 

আরও পড়ুন