১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

বান্দরবানে মার্মা তরুণের কাছে মিলল ২০ হাজার ইয়াবা

উখিয়া প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ক্যায়াংপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ চথোয়াইওয়ান মার্মা (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।গ্রেপ্তার চথোয়াইওয়ান মার্মা উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জুমা খোলা গ্রামের আচং মার্মার ছেলে।বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসরুরুল হক সংবাদমাধ্যমকে বলেন, ‘গ্রেপ্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী ব্যবস্থা নেয়া হয়েছে’।

আরও পড়ুন