১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালীর পুলিশ সদস্য মাইক্রোবাসের চাপায় নিহত ঢাকায়

বাঁশখালী প্রতিনিধি: ঢাকার গুলশান এলাকায় দায়িত্ব শেষে বাসায় ফেরার পথে মাইক্রোবাসের চাপায় দীপংকর দে (৩৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।সোমবার (৩০ জুন) রাত ৩টায় ঢাকা গুলশান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দীপংকর দে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দুলালদের ছেলে।মঙ্গলবার (১ জুলাই) সকাল ৮টায় সাধনপুর ইউনিয়নের মাস্টারপাড়ায় পারিবারিক শ্মশানে তার সৎকার করা হয়েছে।
সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর গুলশান থানায় একাধিকবার কথা হয়েছে। দুর্ঘটনায় মাইক্রোবাসটি গুলশান থানায় আটক করেছে শুনেছি। ইউপি সদস্য মোহাম্মদ শওকত সোমবার দুপুরে ঢাকায় গিয়ে লাশ বাঁশখালী নিয়ে এসেছেন।
তিনি আরও বলেন, দীপংকর দে ঢাকা গুলশান থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। গতকাল রাতে ডিউটি শেষে মোটরসাইকেল চালিয়ে থানার দিকে ফিরছিলেন। হঠাৎ দ্রুতগামী মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাঁচ বছর আগে দীপংকর বিয়ে করেছেন। তার এক পুত্র সন্তান রয়েছে।

আরও পড়ুন