নিজস্ব প্রতিবেদক: বন্যাকবলিত অসহায় মানুষের সাহায্যার্থে প্রগতিশীল নাগরিক সমাজ-এর উদ্যোগে শুক্রবার সকাল এগারোটায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। হায়দার আলী চৌধুরী সমাজের বিত্তবানদের এই মানবিক বিপর্যয়ে সহযোগিতার হাত প্রসারিত করতে আহ্বান জানিয়ে বলেন , দেশের বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী টানা বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় উপকূলীয় ও পাহাড়ি অঞ্চল বিশেষ করে ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, শরীয়তপুর, পার্বত্য চট্টগ্রাম , সিলেট, পটুয়াখালী, বরিশাল ও ময়মনসিংহ জেলার বহু মানুষসহ গরু, ছাগল, হাঁস-মুরগী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মোঃ জুলফিকার হোসেন, মোহাম্মদ কামালুদ্দিন, নন্দ দুলাল, মোঃ মাসুদ, ঝর্ণা রাণী দে, সাফিয়া বেগম, আব্দুল হামিদ, নুর আলম, লাকী দে, পারভীন সুলতানা, মৃদুল নাথ, সন্তোষ কান্তি চৌধুরী ও মোহাম্মদ শাহজাহান প্রমূখ।
