নিজস্ব প্রতিবেদক: কর্ণফুলী চ্যানেলের ইউনাইটেড ট্যাংক টার্মিনাল জেটিতে বার্থিং করার সময় এলপিজি গ্যাস বহনকারী জাহাজ ‘গ্যাস হারমোনি’ (১৫৯.৯ মিটার)-তে মঙ্গলবার সকালে জরুরি অবস্থার উদ্ভব ঘটে । জাহাজটিতে ৫১৫ মেট্রিক টন প্রোপেন ও ৪,৫৭০ মেট্রিক টন বিউটেন সমন্বিত গ্যাস ধারণ করা অবস্থায় মারাত্নক যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে কাফকো এমোনিয়া জেটিতে আঘাত হানার মত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময়ে উক্ত জাহাজে কর্তব্যরত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নৌ বিভাগের দক্ষ ও অভিজ্ঞ সহকারী হারবার মাষ্টার ক্যাপ্টেন আসিফ আহমেদ তাঁর তাৎক্ষনিক সিদ্ধান্তে বুদ্ধিমত্তার সহিত, দৃঢ় মনোবল ও অসীম সাহসিকতা নিয়ে নিজ জীবনের মায়া তুচ্ছ করে দূর্ঘটনার প্রশমনের জন্য যথাসময়ে জাহাজের নোঙর ও টাগবোট ব্যবহার করেন। অত্যন্ত দক্ষতার সাথে সময়মত এই পদক্ষেপ গ্রহণের ফলে জাহাজের গতি কমে ও দিক পরিবর্তিত হয়ে শেষ পর্যন্ত জেটি কাঠামো থেকে আনুমানিক ১.২ মিটার দূরত্বে জাহাজটিকে থামিয়ে ফেলতে সক্ষম হন। অন্যথায় ভয়াবহ দূর্ঘটনা ঘটে জানমালের ক্ষতিসহ জেটি ও চ্যানেলের ব্যাপক ক্ষতি হতে পারতো।
দ্রুততম সময়ে অব্যর্থ প্রাথমিক পদক্ষেপ ও অনুকরণীয় দলগত প্রচেষ্টায় শেষ পর্যন্ত কোন বড় দুর্ঘটনা ছাড়াই উত্তরণ করা সম্ভব হয়েছে। ক্যাপ্টেন আসিফ এর এই সাহসী ভূমিকার জন্য সংশ্লিষ্ট জাহাজের ক্যাপ্টেন তাঁকে প্রশংসা পত্র প্রদান করেছেন। এতে বন্দর ও দেশের ভাবমূর্তি ভীষণভাবে উজ্জ্বল হয়েছে।





