টেকনাফ প্রতিনিধি : মাদকের আখড়াখ্যাত কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বরাবরের মতো এবারের অভিযানে কাউকে আটক করা যায়নি।বিজিবি জানিয়েছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে বালুখালী সীমান্ত এলাকায় বিশেষ টহলদল অবস্থান নেয়। রাত সাড়ে নয়টার দিকে মিয়ানমার থেকে ১০-১২ জন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের মধ্যে ৬-৭ জনকে চোরাকারবারি হিসেবে শনাক্ত করে। এসময় দেশীয় অস্ত্র ও লাঠিসোটা প্রদর্শন করে তারা প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের প্রতিহত করে। পরে তারা খালে ঝাঁপ দিয়ে সাঁতরে মায়ানমারের দিকে চলে যায়।
পরে খালের পাড়ে তল্লাশি চালিয়ে সাদা পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট থেকে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীরা শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
