১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ফাঁস হওয়া ফোনালাপের ঘটনায় থাই প্রধানমন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক: ফাঁস হওয়া একটি ফোনালাপের ঘটনায় প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রাকে সাময়িক (১৫ দিন) বরখাস্ত করেছে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত। নয় বিচারকের বেঞ্চে সাতজন বরখাস্তের পক্ষে মত দিয়েছেন।ফাঁস হওয়া ফোনালাপে কম্বোডিয়ার সিনেট প্রেসিডেন্ট হুন সেনের সঙ্গে সীমান্ত সংঘর্ষ নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি দেশীয় উচ্চপদস্থ সেনা সমালোচনা করেছিলেন, যা জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে দেশটির জাতীয় দুর্নীতি দমন কমিশন, যা ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতি ডেকে আনতে পারে।ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন উপপ্রধানমন্ত্রী সুরিয়া জুনগ্রুংরুয়াংকিত।
এর মধ্যেই রাজা মহা বজিরালংকর্ণ মন্ত্রিসভায় রদবদল অনুমোদন করেছেন, যেখানে পেতংতার্ন নিজেই সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব নিয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত সরকার পরিচালনায় অনিশ্চয়তা বজায় থাকবে, যা রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র করবে।পেতংতার্ন ১৫ দিনের মধ্যে তার পক্ষে যুক্তি-প্রমাণ আদালতে উপস্থাপন করবেন; আদালত এরপর চূড়ান্ত রায় দেবেন।

আরও পড়ুন