ক্রীড়া ডেস্ক : আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। ঘোষিত ২৪ সদস্যের দলে জায়গা পেয়েছেন ইন্টার মায়ামির সুপারস্টার লিওনেল মেসি ও তার ক্লাব সতীর্থ রদ্রিগো দি পল।এর মধ্যেই মেসিদের দল এমএলএস কাপ প্ল-অফে লড়াই করছে। প্রথম দুই ম্যাচে সমতা থাকায় শনিবার অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও নির্ধারণী ম্যাচ।সেই ম্যাচ জয়ী হলে ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনাল শুরু হবে ২২ বা ২৩ নভেম্বর।স্কালোনির ঘোষিত দল নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশন লিগ চালু থাকা অবস্থায় সেখানকার কোনো খেলোয়াড়কে না ডেকে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লাওদিও তাপিয়া বলেন, ‘আমরা স্কালোনির সঙ্গে আলোচনা করেছি যাতে ক্লাউসুরা টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর কথা বিবেচনা করে দেশীয় লিগের খেলোয়াড়দের ছাড় না দেওয়া হয়।’এবার দলে রাখা হয়নি অভিজ্ঞ গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজকে।অন্যদিকে মেসি বর্তমান মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন—২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে তিনি লিগের এমভিপি পুরস্কারের অন্যতম ফেভারিট।
আর্জেন্টিনা স্কোয়াড
গোলরক্ষক:
জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ
রক্ষণভাগ:
নাহুয়েল মলিনা, হুয়ান ফয়থ, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মারকোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, ভ্যালেন্টিন বারকো
মিডফিল্ড:
আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, জিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, মাক্সিমো পেরোনে, নিকোলাস পাজ
ফরোয়ার্ড:
লিওনেল মেসি, লওতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেস, নিকোলাস গনসালেস, জুলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি, জোয়াকিন পানিচেল্লি।





