সংবাদ বিজ্ঞপ্তি: প্রগতিশীল নাগরিক সমাজের উদ্যোগে অদ্য শুক্রবার সকাল দশটায় “অবহেলিত চট্টগ্রাম ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী। তিনি ভারী বর্ষণে চট্টগ্রাম মহানগরীর বিশাল এলাকাজুড়ে জলাবদ্ধতার কারণে জনজীবনে দুর্ভোগ বৃদ্ধিতে তীব্র আক্ষেপ ও নিন্দা জানিয়ে বলেন, গরীব দুঃখী খেটে খাওয়া মেহনতি মানুষেরা জলাবদ্ধতার বিষাক্ত জলে দিনের পর দিন বসবাস করার কারণে মহামারী রোগে আক্রান্ত থাকেন। তিনি বলেন, চট্টগ্রাম বরাবরই একটি অবহেলিত জনপদ, বিশ্বের সবচেয়ে জঘন্য নোংরা একটি জনবহুল নগরী চট্টগ্রাম যার বরাদ্দের অধিকাংশই লুটপাট হয়ে যায়। উন্নয়ন বলতে কিছুই হয়নি বরং হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে সংশ্লিষ্টরা। প্রগতিশীল নাগরিক সমাজ-এর উদ্যোগে আগামীতে এই লুটপাট ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবে। সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মাওলানা মিজানুর রহমান, ক্বারী আবদুস সোবহান, হাফেজ আবদুর রহমান, আকাশ নাথ, শফিকুল ইসলাম, রূপনা দে, সেলিম রানা, জাহানারা বেগম, চুমকি ধর, নিরালা দাশ, কবির হোসেন, হোসনে আরা ও বনলতা শীল প্রমূখ।