২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পুত্রসন্তানের মা হলেন অদিতি মুন্সী

বিনোদন ডেস্ক : মা হলেন সংগীতশিল্পী ও রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সী। রবিবার সকাল ১০টায় এক বেসরকারি হাসপাতালে তিনি একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন। মা ও নবজাতক—দু’জনেই সুস্থ আছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
তৃণমূল কংগ্রেসের যুবনেতা ও বিধাননগর পুরনিগমের পৌরপিতা দেবরাজ চক্রবর্তী অদিতির স্বামী।নতুন অতিথির আগমনে স্বাভাবিকভাবেই আনন্দের হাওয়া পরিবারজুড়ে। শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন অদিতি-দেবরাজ।ভক্তিমূলক গান গাওয়ার জন্য বিশেষভাবে পরিচিত অদিতি মুন্সী বেসরকারি এক টেলিভিশন চ্যানেলের গানের রিয়্যালিটি শোয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। পরে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন তিনি।বর্তমানে তিনি রাজারহাট গোপালপুরের বিধায়ক।অন্যদিকে দেবরাজ চক্রবর্তী ২০১৫ সাল থেকে বিধাননগর পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে তিনি মেয়র পরিষদের সদস্য হন।২০১৮ সালে অদিতি ও দেবরাজের বিবাহবন্ধনে আবদ্ধ হন।
সংগীতজগতের পাশাপাশি প্রশাসনিক ও রাজনৈতিক দায়িত্বও সমান দক্ষতায় সামলেছেন অদিতি। অন্তঃসত্ত্বা হওয়ার পর মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। শেষবার তাঁকে একটি বেসরকারি চ্যানেলের গানের রিয়েলিটি শোয়ে বিচারকের ভূমিকায় দেখা গিয়েছিল।
প্রথম সন্তানের জন্মের পর আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকবেন অদিতি মুন্সী।

আরও পড়ুন