২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

পানছড়িতে সশস্ত্র হামলায় ইউপিডিএফকর্মী খুন

রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে খুকু চাকমা (৩০) নামে ইউপিডিএফের অঙ্গসংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের এক সদস্য নিহত হয়েছেন। রবিবার (২৭ জুলাই) বিকেল ৩টার দিকে পানছড়ি উপজেলার উগুদোছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দফতর সম্পাদক শ্যামল চাকমা। তিনি জানান, নিহত খুকু যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য ছিলেন।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, খুকু চাকমা বন্ধুর সঙ্গে দেখা করতে উগুদোছড়ি গেলে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস-এর সদস্য পিকলু চাকমার নেতৃত্বে অন্তত ২০ জনের একটি সশস্ত্র দল তার ওপর হামলা চালায়।প্রথমে গুলি করে পায়ে আঘাত করা হয়। পরে কাছ থেকে বন্দুক ঠেকিয়ে তাকে গুলিতে হত্যা করা হয়।নিহত খুকু চাকমা খাগড়াছড়ির কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিস্টানপাড়ার মৃত ভাধ্যধন চাকমার ছেলে।এদিকে রবিবার সকাল থেকে পানছড়ির করল্যাছড়ি এলাকায় ইউপিডিএফ ও জনসংহতি সমিতির মধ্যে দীর্ঘ সময় গোলাগুলির ঘটনা ঘটে। সকাল ৯টায় শুরু হওয়া এ সংঘর্ষ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, পাহাড়ে আধিপত্যবিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (প্রসীত খীসা) এবং জনসংহতি সমিতি (সন্তু লারমা) দীর্ঘদিন ধরেই বিরোধে রয়েছে। এই সংঘর্ষও সেই দ্বন্দ্বের অংশ বলে মনে করা হচ্ছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘গুলির শব্দ শোনা গেছে। তবে কাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, তা আমরা নিশ্চিত নই। খোঁজ নিচ্ছি।’

 

আরও পড়ুন