স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার পর পাকিস্তানও বড় ব্যবধানে হারল বাংলাদেশের কাছে। সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ব্যাংককের ননথাবুরি হলে আজ পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে সাবিনা খাতুনের দল। ম্যাচে চারটি গোল করেছেন অধিনায়ক সাবিনা। দুটি করে গোল পেয়েছেন কৃষ্ণা রানী সরকার ও নৌশিন জাহান।বাকি গোলটি করেছেন নিলুফা ইয়াসমিন নীলা।
এই জয়ে পাঁচ ম্যাচে চতুর্থবার জয় পেল বাংলাদেশ। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত হলো। দ্বিতীয় স্থানে থাকা ভারতের পয়েন্ট ৯।রাউন্ড রবিন লিগ পদ্ধতির টুর্নামেন্টে শিরোপা জয়ের সম্ভাবনা এখন বাংলাদেশের সামনে পরিষ্কার। আজ ভুটানের বিপক্ষে ভারত হারলে বাংলাদেশ আগেই চ্যাম্পিয়ন হবে। আর তা না হলে মালদ্বীপের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত করবে সাবিনারা।ম্যাচের শুরুতে কিছুটা সময় নিয়ে ছন্দ পায় বাংলাদেশ।
৭ মিনিটে প্রথম গোল আসে সাবিনার পা থেকে। মাতসুশিমা সুমাইয়ার বাড়ানো বল গোলমুখে পেয়ে সাবিনা ট্যাপে জালে পাঠান। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন নীলা। ১০ মিনিটে নৌশিনের গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০। দুই মিনিট পর আবারও গোল করেন নৌশিন, বাংলাদেশ এগিয়ে যায় ৪-০ তে।
প্রথমার্ধের শেষ দিকে এক মিনিটের ব্যবধানে আরও দুটি গোল পায় বাংলাদেশ। কৃষ্ণা বাঁ পায়ের শটে গোল করেন সুমাইয়ার পাস থেকে। এরপর নীলার পাসে সাবিনা বাঁ পায়ের প্লেসিং শটে নিজের দ্বিতীয় গোলটি করেন। বিরতিতে বাংলাদেশ এগিয়ে ছিল ৬-০ ব্যবধানে।দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি কিছুটা কমলেও গোল এসেছে আরও। ৩২ মিনিটে কৃষ্ণার গোলে ব্যবধান হয় ৭-০। পাকিস্তানের গোলকিপার শট ঠেকালেও বল ক্লিয়ার করতে না পারায় ফিরতি বলে গোল করেন কৃষ্ণা।
৩৩ মিনিটে একবার জাল খুঁজে পায় পাকিস্তান। তবে পরের মিনিটেই নাটকীয় ঘটনা ঘটে। সুমাইয়ার একটি শট বক্সের বাইরে হাত দিয়ে ঠেকিয়ে লাল কার্ড দেখেন পাকিস্তানের গোলকিপার। এরপর ফ্রি কিক থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। ম্যাচের শেষ মিনিটে আরও একটি গোল করে চার গোল পূর্ণ করেন বাংলাদেশের অধিনায়ক।





