২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচদিন ভারী যান চলাচলে সিএমপির নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক : দুর্গাপূজা উপলক্ষে আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে ৩ অক্টোবর পর্য়ন্ত পাঁচদিন নগরে সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে চট্টগ্রাম মেট্রো্পলিটন পুলিশ।চট্টগ্রাম মেট্রো্পলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তবে আমদানি-রপ্তানি কাজে নিয়োজিত গাড়িগুলো এর আওতামুক্ত থাকবে বলে জানানো হয়। তবে সেক্ষেত্রে আউটার রিং রোড ব্যবহার করতে হবে বলে উল্লেখ করা হয়।বিজ্ঞপ্তিতে ৩ টনের অধিক ওজনের ট্রাক, কাভর্ড ভ্যান, লরি, প্রাইম মুভার, ড্রাম ট্রাকসহ সকল ভারী যানবাহনের কথা উল্লেখ করা হয়।

আরও পড়ুন