অনলাইন ডেস্ক : ইসরায়েলি সেনাবাহিনী অধিকৃত পশ্চিম তীরে বৃহস্পতিবার সামরিক অভিযানে অন্তত ৫০ জন ফিলিস্তিনিকে আটক করেছে বলে জানিয়েছে একটি অধিকারভিত্তিক সংগঠন। আনাদোলু এজেন্সির খবরে এ তথ্য উঠে এসেছে।ফিলিস্তিনি বন্দি সোসাইটির এক বিবৃতিতে বলা হয়, রামাল্লাহ, আল-বিরেহ, হেবরন, তুবাস, তুলকারেম, নাবলুস, জেনিন ও পূর্ব জেরুজালেমে চালানো অভিযানে সাবেক বন্দিদেরও আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন।সংগঠনটি আরো জানায়, গ্রেপ্তার অভিযানের সঙ্গে ব্যাপকভাবে বাড়িতে তল্লাশি, আটককৃতদের ও তাদের পরিবারের সদস্যদের ওপর নির্যাতন ও হামলা এবং সম্পত্তি ধ্বংসের ঘটনাও ঘটেছে।ফিলিস্তিনি বন্দি সোসাইটির তথ্য অনুযায়ী, গত বছর অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে।
এদিকে পৃথক এক ঘটনায়, পশ্চিম তীরের জেরিকোর পূর্বাঞ্চলে ইসরায়েলি সেনারা দুটি ফিলিস্তিনি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে এবং আরেকটি বাড়ি ভাঙার নোটিশ জারি করেছে। অনুমতি ছাড়া নির্মাণের অভিযোগ দেখিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রগুলো আনাদোলুকে জানিয়েছে, ইসরায়েলি সেনা ও বুলডোজার নিয়ে বাহিনী ঘটনাস্থলে প্রবেশ করে ‘এরিয়া সি’ হিসেবে শ্রেণিভুক্ত এলাকায় ওই দুটি স্থাপনা ধ্বংস করে।
ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতকারীদের হামলায় অন্তত ১,১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, প্রায় ১১ হাজার মানুষ আহত হয়েছেন এবং প্রায় ২১ হাজার জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত জুলাইয়ে দেওয়া এক ঐতিহাসিক মতামতে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে সব অবৈধ বসতি প্রত্যাহারের আহ্বান জানায়।





